ভারতের বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কোহলি

205

নয়াদিল্লি, ৭ জুন, ২০১৮(বাসস/এএফপি) : ভারতের বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি। গত দুই মৌসুমে অসাধারণ পারফরমেন্সের সুবাদে পঞ্চমবারের মতো এ পুরস্কার পেলেন অধিনায়ক কোহলি।
২০১৫ সালে ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরের বছর দলকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
২০১৬-১৭ মৌসুমে ১৩ টেস্টে মোট ১৩৩২ রান করার সুবাদে গত জানুয়ারীতে আইসিরি বর্ষ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন কোহলি।
এ সময়ে ২৭টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৪ দশমিক ২২ গড়ে মোট ১৫১৬ রান করেছেন তিনি।
২০১৭-১৮ মৌসুমে ৬ টেস্টে তিনি ৮৯ দশমিক ৬ গড়ে ৮৯৬ রান করেন এ তারকা ব্যাটসম্যান।
পুরস্কার হিসেবে ভারতের সাবেক অধিনায়কের নামে প্রতিষ্ঠিত ‘পল্লী উমরিগর’ পদক ও ৪৫ হাজার ডলার অর্থ পাবেন কোহলি। আগামী ১২ জুন ব্যাঙ্গালোরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলির হাতে এ পুরস্কার তুলে দেবে।
ইতোপূর্বে ২০১২, ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে এ পুরস্কার পান কোহলি।
মহিলা বিভাগে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যথাক্রমে হারমানপ্রীত কাউর এবং স্মৃতি মন্দনা।