বাসস দেশ-৫ : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন মর্কিন রাষ্ট্রদূত

127

বাসস দেশ-৫
মার্কিন রাষ্ট্রদুত- আরসিসি মেয়র
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন মর্কিন রাষ্ট্রদূত
রাজশাহী, ২৯ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত মার্র্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, দক্ষ জনসম্পদ গড়ে তোলায় রাজশাহীর শিক্ষাখাতে দ্বিপক্ষীয় ও যৌথ বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর সিটি কর্পোরেশন (আরসিসি)-এর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ সম্ভাবনার কথা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, রাজশাহীতে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানকার অনেক শিক্ষার্থীই আমেরিকায় অধ্যয়ন করছে এবং তারা সেখানে ভালো করছে।
অতএব এ ক্ষেত্রে বিনিয়োগের বিষয়টি বিশেষ বিবেচনায় আনা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
মেয়র লিটন রাজশাহীর শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও শিল্প উন্নয়নে যুক্তরাষ্ট্রে আর্থিক সহযোগিতা চান। রাষ্ট্রদুত সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
লিটন বলেন, রাজশাহী একটি কৃষিভিত্তিক অঞ্চল এবং এখানে প্রচুর শাকসবজি ও ফলফলালি উৎপাদিত হয়।
তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত এগিয়ে চলেছে ও জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রেখেছে বলে রবার্ট মিলার উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী বছরগুলোতেও এ সকল ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা অব্যাহত রাখবে।
বাসস/অনু-জেজেড /১৫৩০/কেকে