বাসস দেশ-৪৪ : বনানী অগ্নিকান্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

576

বাসস দেশ-৪৪
বনানী-অগ্নিকান্ড-স্বরাষ্ট্র-কমিটি
বনানী অগ্নিকান্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
ঢাকা, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে সংঘটিত ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহবায়ক করে ছয় সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), ডিএমপি’র গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া।
কমিটি এই ভয়াবহ অগ্নিকান্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত করে সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবেন এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবেন।
বাসস/সবি/এমএন/২৩৫৬/এবিএইচ