হাসপাতালগুলোকে জরুরি সেবার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

184

ঢাকা, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা বাসসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে।’
ঢামেকের বার্ন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে উপস্থিত থেকে আহতদের চিকিৎসার বিষয়ে সরাসরি তদারকি করেছেন।