বাসস ক্রীড়া-১১ : সাওপাওলোতে ফিরেছেন পাতো

129

বাসস ক্রীড়া-১১
ফুটবল-পাতো-সাওপাওলো
সাওপাওলোতে ফিরেছেন পাতো
সাওপাওলো, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : স্বদেশী ক্লাব সাওপাওলোতে ফিরলেন ব্রাজিল জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতো। গত দুই মৌসুম চীনা সুপার লীগের ক্লাব তিয়ানজিন তিয়ানহাইয়ে কাটিয়ে স্বদেশী লীগে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সাওপাওলো কর্তৃপক্ষ। চীনে দই মৌসুমেই তিনি ১৫টি করে গোল করেছেন।
২৯ বছর বয়সী পাতো ক্যারিয়ারের শুরুতে কোরিন্থিয়ান্স থেকে ধারে সাওপাওলোতে দুটি সফল মৌসুম কাটিয়েছেন। নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত খেলবেন সাবেক ওই ক্লাবে। যেখানে প্রথম দফায় ১০১টি ম্যাচে অংশ নিয়ে ৩৮টি গোল করেছেন এসি মিলান ও চেলসির সাবেক এই স্ট্রাইকার।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/স্বব