বাসস বাজেট-২৫ : শুল্ক সুবিধায় স্কুল বাস আমদানির সুযোগ

169

বাসস বাজেট-২৫
স্কুল বাস-শুল্ক ছাড়
শুল্ক সুবিধায় স্কুল বাস আমদানির সুযোগ
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজধানীতে যানজট নিরসন এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত সহজ ও নিরাপদ করতে ডেডিকেটেড স্কুল বাস চালুর ক্ষেত্রে শুল্ক সুবিধায় বাস আমদানির সুযোগ প্রদানের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তিনি বলেন,ঢাকা শহরে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেই কোন স্কুল বাস নেই। তাই অভিভাবকগণ নিজস্ব গাড়ি ব্যবহার করে সন্তানদের স্কুলে যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হচ্ছে, যা ঢাকা মহানগরীতে যানজট সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।উন্নত দেশের ন্যায় স্কুলের জন্য ডেডিকেডেট স্কুল বাস চালু করে যানজট এবং ছাত্রদের স্কুলে যাতায়াত সহজতর ও নিরাপদ করা যেতে পারে। এ লক্ষ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা এজেন্সী স্কুল বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করলে তা যথাযথ বিবেচনায় বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেয়া হবে।
বাসস/আরআই/১৭০৫/শহক