গ্রহণযোগ্য নির্বাচনে ব্যত্যয় হলে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করা হবে : নির্বাচন কমিশনার

151

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে প্রয়োজনে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করা হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চম উপজেলা পরিষদের ৪র্থ ধাপে নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘেœ তার পছন্দের ব্যক্তিতে ভোট দিতে পারে তাও নিশ্চিত করা হবে।
রফিকুল ইসলাম বলেন, নির্বাচনে দায়িত্বরত কোন কর্মকর্তা অনিয়ম করলে তাকে জেলে পাঠানো হবে।
এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।