বাজিস-৪ : নড়াইলে মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ বিষয়ক কর্মশালা

177

বাজিস-৪
নড়াইল-কর্মশালা
নড়াইলে মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ বিষয়ক কর্মশালা
নড়াইল, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় আজ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইতিহাস সংরক্ষন কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইতিহাস সংরক্ষণ কমিটি সভাপতি মোঃ মাসুদুল করিম অরিয়নের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল,বীরমুক্তিযোদ্ধা মোঃ সাহিদুর রহমান প্রমূখ।
কর্মশালায় মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষ দর্শীর যুদ্ধের বর্ননা, মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র ও বীরত্বগাঁথা যুদ্ধের ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছেতুলে ধরার উপর আলোচনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৪৩৫/নূসী