বাজিস-৩ : নড়াইলে সেমিনার অনুষ্ঠিত

158

বাজিস-৩
নড়াইল-সেমিনার
নড়াইলে সেমিনার অনুষ্ঠিত
নড়াইল, ২৮ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় আজ “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” এ বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সেমিনাওে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উর্ধ্বতম আর্টিস্ট কাম-অডিও ভিজুয়্যল কর্মকর্তা সৌমিত্র কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ প্রমূখ।
সেমিনারে সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৪৩০/নূসী