ইদলিবে স্কুল ও হাসপাতালে সিরীয় সরকারের হামলার নিন্দা অ্যামনেস্টির

228

বৈরুত, ২৮ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের বিভিন্ন হাসপাতাল ও একটি স্কুলে হামলা চালানোয় বৃহস্পতিবার দেশটির সরকার ও তাদের মিত্র দেশ রাশিয়াকে দায়ী করে করেছে। গত মাসে বিমান ও কামানের সাহায্যে এসব হামলা চালানো হয়। খবর এএফপি’র।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ শুরুর আট বছর পরও সিরীয় সরকার যুদ্ধ আইন ও বেসামরিক নাগরিকের জীবনের কোন তোয়াক্কা না করে তাদের দমন-পীড়ন অব্যাহত রেখেছে।’
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, জিহাদি গ্রুপ হায়াত তাহরির আল-শাম নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে গত ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত ও হাজার হাজার লোক গৃহহীন হয়েছে।
অ্যামনেস্টি জানায়, এ সময়ের মধ্যে ইদলিবে হাসপাতাল, ব্লাড ব্যাংক ও অন্যান্য মেডিকেল স্থাপনার পাশাপাশি একটি স্কুল ও একটি বেকারিতে হামলা চালানো হয়।
তারা জানায়, রাশিয়ার সহযোগিতায় সিরীয় সরকার যেসব হামলা চালাচ্ছে তাতে কোন আইন মানা হচ্ছে না। ফলে সেখানে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ইদলিবে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার জন্যে রুশ ও সিরীয় সরকারকে দায়ী করে।