বাসস বাজেট-২২ : কর তথ্য গোপন করলেই শাস্তি

188

বাসস বাজেট-২২
তথ্য ফাঁকি-শাস্তির প্রস্তাব
কর তথ্য গোপন করলেই শাস্তি
ঢাকা, ৭ জুন, ২০১৮(বাসস): ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর কর্তৃপক্ষ কোন ব্যক্তির নিকট তথ্য চাওয়ার পর ঐ ব্যক্তি তথ্য গোপন করলে বা ইচ্ছাকৃতভাবে আয়কর কর্তৃপক্ষকে ভুল তথ্য দিলে তার জন্য শাস্তির বিধানের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তিনি বলেন,যারা কর ফাঁকি দেন তাদের জন্য আমরা বেশ শক্ত পদক্ষেপ নেব। এ লক্ষ্য তিনি আইনী সংস্কারের প্রস্তাব করেন।
কর আইনের বিভিন্ন বিধান পরিপালনের ব্যর্থতায় আরোপযোগ্য জরিমানার আওতা সম্প্রসারণ ও জরিমানার পরিমাণ বৃদ্ধি করে যৌক্তিক পর্যায়ে উন্নীত করার প্রস্তাব আনা হয়েছে।
এছাড়া কোন করদাতা প্রযোজ্য ক্ষেত্রে উৎস করের রিটার্ন দাখিল না করলে অথবা বেতনভোগি কর্মীদের বেতনভাতার তথ্য বা রিটার্ন দাখিল বিষয়ক তথ্য কর বিভাগের নিকট দাখিল না করলে সে করদাতার আয়কর রিটার্নকে অডিটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
বাসস/আরআই/১৭০০/জেহক