বাসস ক্রীড়া-২ : যা অবস্থা শুরু হলো গাড়ির গ্যারেজ বড় করতে হবে : রাসেল

279

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-আইপিএল
যা অবস্থা শুরু হলো গাড়ির গ্যারেজ বড় করতে হবে : রাসেল
কলকাতা, ২৮ মার্চ ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয়ের স্বাদ নেয় কলকাতা নাইট রাইডার্স। দু’টি ম্যাচের সেরা ছিলেন তিনি। ম্যাচ সেরা হিসেবে দু’টি ম্যাচেই গাড়ি পেয়েছেন রাসেল। তাই রাসেল বলছেন, ‘যা অবস্থা দেখছি এবার মনে হয়, গাড়ির গ্যারাজটা বড় করতে হবে। প্রথম দু’ম্যাচেই দু’টি গাড়ি। আরও ম্যাচ তো বাকী আছেই। ছেলেরা খুবই ভালো খেলেছে। জয় নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।’
রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে গতরাতে এবারের আসরের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ২৮ রানে হারায় কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে নো-বলে জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে ৪৮ রান করেন রাসেল।
পরে বল হাতে ২ উইকেটও নেন রাসেল। এরমধ্যে তারই স্বদেশী ক্রিস গেইলের উইকেটটিও ছিলো। গেইলের উইকেট শিকারের ব্যাপারে রাসেল বলেন, ‘গেইল আমার দাদার মতো। কিংবদন্তি ব্যাটসম্যানকে প্রথম ছয় ওভারে আউট করার তৃপ্তি অসাধারণ। আমাদের পরিকল্পনাই ছিল যত কম রানের মধ্যে গেইলকে থামানো। কিন্তু ব্যাটিংয়ে আমি তার থেকেও বেশি ছক্কা মেরেছি। তবুও আমার থেকে বেশি বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে গেইলের।’
বাসস/এএমটি/১২৩০/নীহা