বাসস দেশ-৩৮ : হোলি আর্টিজান সন্ত্রাসী হামলায় মামলার শুনানি ৩ এপ্রিল পর্যন্ত মূলতবি

269

বাসস দেশ-৩৮
আর্টিজান-মামলা
হোলি আর্টিজান সন্ত্রাসী হামলায় মামলার শুনানি ৩ এপ্রিল পর্যন্ত মূলতবি
ঢাকা, ২৭ মার্চ, ২০১৯ (বাসস) : সন্ত্রাস দমন বিশেষ আদালত রাজধানির হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস দমন আইনে করা মামলার শুনানি আজ আগামী ৩ এপ্রিল পর্যন্ত মূলতবি করেছে। ২০১৬ সালে রাজধানির হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় এ মামলা করা হয়।
ঢাকা সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান আজ মামলার একজন নতুন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার শুনানির পরবর্তী এই তারিখ নির্ধারন করেন। মামলার তদন্ত কর্মকর্তা এবং গুলশান থানার সাবেক পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ আজ আদালতে স্বাক্ষ্য দেন। প্রতিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন।
২০১৬ সালের ১ জুলাই এই হামলায় ২০ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই বিদেশী নাগরিক। এ ঘটনায় দু’জন পুলিশও নিহত হয়। হামলার পর পরিচালিত কমান্ডো অভিযানে ৫ জন জঙ্গি নিহত হয়।
পুলিশ এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে। ২০১৮ সালের নভেম্বর মাসে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
অভিযুক্তরা হলো জাহঙ্গির আলম ওরফে রাজিব গান্ধি, রকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে রাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম এবং মামুনুর রশিদ।
বাসস/সংবাদদাতা/অনু-অমি/২০০০/কেএমকে