বাসস দেশ-৩৩ : ঘোষণাপত্রে অভিবাসীদের কাজের ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে নির্দেশনা থাকতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

266

বাসস দেশ-৩৩
মন্নুজান-আইএলও
ঘোষণাপত্রে অভিবাসীদের কাজের ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে নির্দেশনা থাকতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২৭ মার্চ, ২০১৯ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আইএলও ঘোষণাপত্রে শ্রমিক ও অভিবাসীদের জন্য ভবিষ্যৎ কাজের ঝুঁকি ও সম্ভাবনা বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকতে হবে।
আজ জেনেভায় আইএলও সদর দপ্তরে গভর্নিং বডির সভায় আগামী জুনে অনুষ্ঠিতব্য সংস্থাটির প্রতিষ্ঠার শততম বার্ষিকীতে ১০৮ তম শ্রম সম্মেলনের ঘোষণাপত্রের খসড়া উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন,ঘোষণাপত্রে অবশ্যই নির্দেশ করতে হবে ভবিষ্যতের কাজের জন্য কি কি দক্ষতার প্রয়োজন হবে এবং কোন পদ্ধতিতে এ দক্ষতা অর্জন করা যাবে। দক্ষতা অর্জনের ক্ষেত্রে অদক্ষ নারী-পুরুষ শ্রমিক এবং অভিবাসী শ্রমিকদের প্রাধান্য দিতে হবে। দক্ষতা অর্জনে এসব শ্রমিকদের তথ্যপ্রযুক্তির বিষয়েও জ্ঞান রাখতে হবে।
এ সভায় যোগ দিতে প্রতিমন্ত্রী ৮ সদস্যের প্রতিনিধিসহ ২৫ মার্চ জেনেভা যান। সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহমম্মদসহ মন্ত্রণালয় এবং জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এসএস/১৯০৫/-আসচৌ