বাসস দেশ-২৩ : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

146

বাসস দেশ-২৩
মহাপরিচালক-চুক্তি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ
ঢাকা, ২৭ মার্চ, ২০১৯ (বাসস) : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আগামী দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘আবুল কালাম আজাদ অবসরকাল উত্তীর্ণ তারিখের পরদিন আগামী ১৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ হতে এই আদেশ কার্যকর হবে।’
আজ বুধবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব দিলসাদ বেগম রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন।
বাসস/সবি/বিকেডি/১৮০০/কেজিএ