বাসস বাজেট-১৯ : প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রনালয়ের অনুকুলে ১হাজার ১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ

227

বাসস বাজেট-১৯
তথ্য মন্ত্রণালয় – বরাদ্দ
প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রনালয়ের অনুকুলে ১হাজার ১৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ
ঢাকা, ৭জুন, ২০১৮ (বাসস) : আগামী অর্থবছরের (২০১৮-’১৯) প্রস্তাবিত বাজেটে তথ্য মন্ত্রনালয়ের অনুকুলে পরিচালন ও উন্নয়ন খাতে মোট এক হাজার একশ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এরমধ্যে পরিচালন খাতে বরাদ্দের পরিমাণ ধরা হয়েছে ছয়শ’ ৪৩ কোটি ৫৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে পাঁচশ’ ২২ কোটি সাত লাখ টাকা।
আগামী অর্থবছরে (২০১৮-’১৯) তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ মিশনসমূহে আরো দু’টি নতুন প্রেস উইং খোলার কার্যক্রম এগিয়ে নেয়াসহ মোট ১৩ টি উল্লেখযোগ্য কার্যাবলি/প্রকল্প/কর্মমূচি বাস্তবায়ন করা হবে।
এরমধ্যে তথ্যভবন নির্মাণ, সাংবাদিক সহায়তা ‘ভাতা/অনুদান নীতিমালা – ২০১২’ অনুসরণে সাংবাদিকদের সহায়তা প্রদান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টেও কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়টি রয়েছে।
এরআগে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ দুপুরে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেন, বিশ্বব্যাপি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্বাচিত দশটি বিশেষ উদ্যোগের বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহে নয়টি নতুন প্রেস উইং খোলার উদ্যোগ গ্রহণের কথাও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।
বাসস/নিজস্ব/জেডআরএম/১৬৪৫/এএএ