বঙ্গবন্ধুর সমাধিতে কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা নিবেদন

193

গোপালগঞ্জ, ২৭ মার্চ, ২০১৯ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। এরপর নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আ. খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাঁড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য রিনা মন্ডল, পিঞ্জুরী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সিকদার, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ কয়েকশ’ কর্মী ও সমর্থকেরা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত ২৪ মার্চ তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।