সীমান্ত দেয়াল নির্মাণে ১শ’ কোটি ডলার বরাদ্দ দেয়ায় পেন্টাগনকে মার্কিন আইনপ্রনেতাদের চ্যালেঞ্জ

269

ওয়াশিংটন, ২৭ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): ডেমোক্রেট নেতৃত্বাধীন কংগ্রেসের একটি কমিটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অনুকূলে পেন্টাগনের ১শ’ কোটি ডলার বরাদ্দ দেয়ার পরিকল্পনাকে মঙ্গলবার চ্যালেঞ্জ করেছে। খবর এএফপি’র।
সীমান্ত দেয়াল নির্মাণে প্রতিরক্ষা বিভাগের বিদ্যমান বিভিন্ন প্রকল্প থেকে পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শ্যানন এ তহবিল বরাদ্দের অনুমোদন দেয়ার একদিনেরও কম সময়ের মধ্যে হাউজ আর্মড সার্ভিসেস কমিটি জানায়, এই পদক্ষেপর অনুমোদন নেয়।
কংগ্রেস এ দেয়াল নির্মাণে ট্রাম্পকে অর্থ বরাদ্দ দিতে অস্বীকৃতি জানানোর পর অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে একটি সীমান্ত দেয়াল নির্মাণে ৫শ’ কোটি ডলারের বেশি তহবিল পেতে গত ১৫ ফেব্রুয়ারি ট্রাম্প জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। এ ব্যাপারে আইনপ্রনেতাদের এই চ্যালেঞ্জ সীমান্ত দেয়াল নির্মাণে কংগ্রেসকে পাস কাটিয়ে পেন্টাগনের অর্থ বরাদ্দ পাওয়া ট্রাম্পের জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ।