বাসস ক্রীড়া-১ : কুয়াগলিয়ারেলার রেকর্ড গোলে ইতালির বড় জয়

133

বাসস ক্রীড়া-১
ফুটবল-ইউরো বাছাই
কুয়াগলিয়ারেলার রেকর্ড গোলে ইতালির বড় জয়
পার্মা (ইতালি), ২৭ মার্চ ২০১৯ (বাসস) : দীর্ঘ নয় বছর পর জাতীয় দলে ফিরেই রেকর্ড গড়েছেন ফ্যাবিও কুয়াগলিয়ারেলা। ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার ইতালির হয়ে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে গতকাল গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।
সাম্পদোরিয়ারর এই অভিজ্ঞ ফরোয়ার্ডের পেনাল্টির দুই গোলে ইতালি ইউরো ২০২০ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পার্মার মাঠে লিচেনস্টেইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ইতালি গ্রুপ-জে’তে শীর্ষে অবস্থান করছে। শনিবার উদিনেতে প্রথম ম্যাচে আজ্জুরিরা ফিনল্যান্ডকে ২-০ গোলে পরাজিত করে ইউরো ২০২০ বাছাইপর্বে শুভ সূচনা করেছে। ফিনল্যান্ডের বিপক্ষে ২২ বছর বয়সী নিকোলো বারেলা ও ১৯ বছর বয়সী মোয়েস কিনের গোলে ইতালির জয় নিশ্চিত হয়।
এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গ্রীসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। দুই দলই ইতালির থেকে চার পয়েন্টে পিছিয়ে রয়েছে, তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড।
সিরি-এ’র এবারের মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ২৮টি ম্যাচে ২১ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার স্থানটি দখল করে আছেন কুয়াগলিয়ারেলা। আর সে কারনেই নতুন ভাবে গঠিত ইতালি দলে কোচ রবার্তো মানচিনির বিবেচনায় তিনি জায়গা করে নেন। জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কুয়াগলিয়ারেলার থেকে লিগে দুই গোল কম করেছেন। আজ্জুরিদের জার্সি গায়ে দীর্ঘ প্রায় নয় বছর পর মাঠে নেমে ৩৫ মিনিটে স্পট কিক থেকে কুয়াগলিয়ারেলা দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এরপর বিরতির ঠিক আগে আবারো স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। এই গোলের মাধ্যমে ৩৬ বছর ৫৪ দিন বয়সে ইতালির হয়ে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়লের এই সাম্পদোরিয়ার ফরোয়ার্ড। ২০০৮ সালে ৩৫ বছর ৬২ দিন বয়সে গোল করে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ক্রিস্টিয়ান পানুচ্চি।
ইতালির হয়ে ২৭টি আন্তর্জাতিক ম্যাচে নবম গোল করার পর অভিজ্ঞ এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমি আমার বয়স নিয়ে কখনই চিন্তা করিনা। এখনো আমি নিজেকে বেশ ফিট মনে করি। আজকের রাতটা দারুন ছিল। এতদিন পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অনুভূতি সত্যিই বিশেষ কিছু। আমি সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। ঐ দুই গোলের পর তারা আমাকে দারুনভাবে উৎসাহিত করেছে।একইসাথে আমি জর্জিনহো ও লিওনার্দো বনুচ্চিকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই। কারন তারাই পেনাল্টি আদায় করেছিল এবং দুজনেই আমাকে কিক নিতে বলেছিল। ’
২০০৭ সালের মার্চে তিনি আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মত মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। ২০১০ সালের জুনে খেলেছেন সর্বশেষ ম্যাচ। মানচিনি আবারো তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে সহযোগিতা করেছেন। এ সম্পর্কে ইতালিয়ান কোচ বলেছেন, ‘কুয়াগলিয়ারেলার জাতীয় দলে ডাক পাওয়াটা সময়ের ব্যপার ছিল। কারন এবারের মৌসুমে সিরি-এ লিগে সেই সর্বোচ্চ স্কোরার।’
স্টিফানো সেনসির গোলে ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ইতালি। মার্কো ভেরাত্তি ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ৬৯ মিনিটে ইতালির হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক গোল করেন কিন। ৩০ বছর বয়সী লিওনার্দো পাভোলেত্তি বদলী খেলোয়াগ হিসেবে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ৭২ মিনিটে কুয়াগলিয়ারেল্রা পরিবর্তে পাভোলেত্তি মাঠে নেমেছিলেন। আজ্জুরিদের হয়ে এই প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেলেন পাভোলেত্তি।
আগামী জুনে ইতালি বাছাইপর্বেও পরবর্তী ম্যাচে বসনিয়া ও গ্রীসের মুখোমুখি হবে।
বাসস/নীহা/১২৪৫/এমএইচসি