বাসস ক্রীড়া-১৩ : বড়সড় দল বদলের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ লোজানো

146

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-লোজানো-দলবদল
বড়সড় দল বদলের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ লোজানো
লন্ডন, ২৬ মার্চ ২০১৯ (বাসস) : ইউরোপের অভিজাত ক্লাবগুলোর একটিতে যোগ দেয়ার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ লোজানো। মেক্সিকোর প্রধান কোচ জেরার্ডো মার্টিনো এ কথা বলেছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেড তাকে পেতে যোগাযোগ শুরু করেছে।
ডাচ ক্লাব পিএসভিতে তারকা সূলভ দক্ষতা প্রদর্শনের পর লোজানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে প্রিমিয়ার লীগের জায়ান্ট ইউনাইটেড, সিরি এ লীগের ক্লাব নেপোলি এবং লা লীগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।
২০১৭ সালে পাচুকা থেকে পিএসভিতে পাড়ি জমান ২৩ বছর বয়সি এই ফুটবল তারকা। আর মার্টিনোর মতে এই উইঙ্গার মৌসুম শেষে বড় ধরনের দলবদল করতে যাচ্ছে। মার্টিনো সাংবাদিকদের বলেন, ‘ডাচ বা পুর্তগীজ ফুটবল অভিজ্ঞতার মধ্যভাগে থাকা এই ফুটবলার এমনিতেই ল্যাটিন ফুটবলের সঙ্গে পরিচিত। আমি মনে করি ডাচ ফুটবলে সে প্রভাবশালী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রমাণ করেছে সে একজন দামী খেলোয়াড়। ইউরোপের যে কোন বড় দলে খেলার যোগ্যতা তার রয়েছে। সব কিছু বিশ্লেষণ করে আমি এই বিষয়ে নিশ্চিত হয়েছি, সে দল বদলের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
২০১৭-১৮ মৌসুমে পিএসভির হয়ে ২৯ ম্যাচে অংশ নিয়ে ১৭ গোল করেছেন লোজানো। ওই মৌসুমে ২৪টি লীগ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১৫টি। গত শুক্রবার চিলির বিপক্ষে গোল করেছেন মেক্সিকোর এই আন্তর্জাতিক তারকা। ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে মেক্সিকো। ২০১৮-১৯ মৌসুমি পিএসভির হয়ে তিনি সব ধরনের ম্যাচে গোল করেছেন ১৯টি।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৭৫৫/এএমটি