ব্রাজিলের সামরিক অভ্যুত্থান উদযাপনের নির্দেশ বোলসোনারোর

263

ব্রাসিলিয়া, ২৬ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সোমবার ১৯৬৪ সালের মার্চ মাসের সামরিক অভ্যুত্থান যথাযথভাবে উদযাপনের জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
তিনি ওই ঘটনাকে সামরিক অভ্যুত্থান হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। খবর এএফপি’র।
ব্রাসিলিয়ার প্লানাল্টো প্যালেসে বোলসোনারোর মুখপাত্র ওতাভিও রেগো ব্যারোস বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট যথাযথ মর্যদায় ১৯৬৪ সালের ৩১ মার্চ উদযাপনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।’