প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮০ শতাংশ

327

ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হারের (জিডিপি) লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭ দশমিক ৮০ শতাংশ।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য যে বাজেট পেশ করেন, তাতে তিনি প্রবৃদ্ধির এই আশা প্রকাশ করেন।
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছিলেন,এ বছর প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২৪ শতাংশ।এবার তার সালফ্যও তিনি পেয়েছেন।বিবিএস যে সাময়িক হিসাব দিয়েছে তাতে ৭ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রাক্কলন করেছে।
অর্থমন্ত্রী তাই আগামী অর্থবছরে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে দৃঢ় আশাবাদী।