বাসস দেশ-৩১ : শিশুদের বাসযোগ্য বাংলাদেশ গড়েতে হলে বঙ্গবন্ধুর জীবনদর্শন অনুসরণ করতে হবে : কাজী রিয়াজুল হক

132

বাসস দেশ-৩১
বঙ্গবন্ধু-আলোচনা
শিশুদের বাসযোগ্য বাংলাদেশ গড়েতে হলে বঙ্গবন্ধুর জীবনদর্শন অনুসরণ করতে হবে : কাজী রিয়াজুল হক
ঢাকা, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, শিশুদের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর জীবনদর্শন অনুসরণ করতে হবে।
আজ সোমবার কমিশন কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন : জাতীয় শিশু দিবস’- শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, শিশুশ্রম, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার শিশুদের অধিকার সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও আমাদের শিশুরা সহিংসতার শিকার হচ্ছে।
তিনি বলেন, শিশু ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং শিশু হত্যা উদ্বেগজনক হারে বেড়েছে। রাজন, রাকিবের হত্যাকারীদের ফাঁসি এখনো কার্যকর হয়নি। শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহীদ, সেভ দ্যা চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/সবি/বিকেডি/১৯০৫/-জেজেড