বাসস দেশ-২৫ : গণহত্যা দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

124

বাসস দেশ-২৫
গণহত্যা দিবস- মিলাদ-মাহফিল
গণহত্যা দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
মুনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় এবং মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।
মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ অংশগ্রহন করেন।
বাসস/সবি/এমএআর/১৮৩৫/-কেকে