বাসস বাজেট-৭ : প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোন হুমকির কাছে নতিস্বীকার করেননি : অর্থমন্ত্রী

282

বাসস বাজেট-৭
অর্থমন্ত্রী-যুদ্ধাপরাধ
প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে কোন হুমকির কাছে নতিস্বীকার করেননি : অর্থমন্ত্রী
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে আন্তর্জাতিক অথবা জাতীয় কোন হুমকির কাছেই নতিস্বীকার করেননি।
আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, আমাদের সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কার্যক্রম ও গণহত্যা সংগঠনকারী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা এবং প্রধান অপরাধীদের শাস্তি কার্যকর করা।
অর্থমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৫৩টি মামলা বিচারের জন্য গ্রহণ করা হয়। এর মধ্যে ৩১টি মামলায় রায় প্রদান করা হয়েছে। এসব মামলার আপিলে ৭টি মামলার মধ্যে ৬ মামলায় মৃত্যুদন্ড রায় কার্যকর করা হয়েছে।
মুহিত বলেন, ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী তথা যুদ্ধাপরাধে জড়িতদের স্বাধীন বাংলাদেশের পতাকাশোভিত গাড়িতে বিচরণ করতে দেয়ায় জাতি হয়েছে কলঙ্কিত। শেখ হাসিনার সাহসী পদক্ষেপ জাতিকে কলঙ্কমুক্ত করেছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমাদের অপরিমেয় ঋণ কিছুটা লাঘব হয়েছে।
বাসস/বাজেট/ডিএ/আহো/১৫৩১/-জেজেড