বাসস দেশ-১৬ : বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

120

বাসস দেশ-১৬
বাঁশখালী- বন্দুকযুদ্ধ
বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার
চট্টগ্রাম, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে জেলার বাঁশখালীর ছনুয়া এলাকায় মো. আবু তালেব (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আবু তালেব কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কথিত পাইক্ক্যা ডাকাতের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাঁশখালীর উপকূলীয় ইউনিয়ন ছনুয়া এলাকায় এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করে ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছিল বলে তার নামে অভিযোগ রয়েছে।
সোমবার রাত সাড়ে চারটার দিকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের উপকূল সংলগ্ন শালবনের পাশে বন্দুক যুদ্ধে তালেব নিহত হয় বলে র‌্যাব- ৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান।
এ সময় ঘটনাস্থল থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী র‌্যাব-৭ এর মেজর মেহেদী হাসান বলেন, ভোরে টহল দেওয়ার সময় জলদস্যুদের অবস্থানের খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে আবু তালেব নামের এক জলদস্যুর মরদেহ, ৭ টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান।
বাসস/জিই/এসকেবি/এসই/১৭১৫/-জেজেড