বাসস বাজেট-১১ : বিভাগীয় শহরে ৭টি সাইবার ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে : অর্থমন্ত্রী

257

বাসস বাজেট-১১
অর্থমন্ত্রী-আদালত
বিভাগীয় শহরে ৭টি সাইবার ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে : অর্থমন্ত্রী
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতকরণের জন্য ৭টি বিভাগীয় শহরে ৭টি সাইবার ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া চলছে। আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও দেশের অধস্তন আদালতসমূহের বিচার কার্যক্রম ও মামলা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার প্রার্থীদের দুর্ভোগ কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারাধীন মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে আপলোড করা হয়।
মুহিত বলেন, সুপ্রিম কোর্টের ৫টি স্থানে স্থাপিত ডিসপ্লে বোর্ড ও এসএমএস-এর মাধ্যমে জনগণের কাছে মামলা সংক্রান্ত সর্বশেষ তথ্য পৌঁছে যাচ্ছে। অনলাইনে সুপ্রিম কোর্ট থেকে দেয়া জামিন আদেশ তথ্য জানা যাচ্ছে। তিনি বলেন, মামলা ব্যবস্থাপনা আরো গতিশীল করতে ই-জুডিশিয়ারি কার্যক্রমের মাধ্যমে সব আদালতকে আইসিটি নেটওয়ার্কের আওতায়্ আনা হচ্ছে।
বাসস/বাজেট/ডিএ/১৫৩০/আহো/অমি