বাসস দেশ-৮ : ভিয়েতনামের হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

116

বাসস দেশ-৮
ভিয়েতনাম-গণহত্যা দিবস
ভিয়েতনামের হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত
ঢাকা, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিয়েতনামের রাষ্ট্রদূত সামিনা নাজ ২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নিশংসতার চিত্র তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশে^র নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম।
তিনি বলেন, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা করা হয় হাজার-হাজার নিরীহ মানুষকে।
তিনি বলেন, সেই রাত থেকে পরবর্তী নয় মাস বাংলাদেশে স্বাধীনতা চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস, আলবদর বাহিনীর সদস্যরা সারাদেশে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। হত্যা করা হয় ৩০ লাখ মানুষকে-সম্ভ্রম হানি করা হয় ২ লক্ষ মা বোনের।
তিনি আরো বলেন, লাখ লাখ বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। বাড়িঘর থেকে বিতাড়িত করা হয় প্রায় এক কোটি মানুষকে।
আলোচনায় শুরুতে রাষ্ট্রদূত শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি আরো স্মরণ করেন জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের শহীদ এবং নির্যাতিত মা-বোনদের।
আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মচারীগণ, প্রবাসী বাংলাদেশিগণ এবং ভিয়েতনামের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৬১৫/মোজা/-কেজিএ