বাসস দেশ-৭ : নড়িয়ায় নদী ভাঙ্গতে দেয়া হবে না : জাহিদ ফারুক

117

বাসস দেশ-৭
জাহিদ-নদী-ভাঙন
নড়িয়ায় নদী ভাঙ্গতে দেয়া হবে না : জাহিদ ফারুক
শরীয়তপুর, ২৫ মার্চ, ২০১৯ (বাসস) : নড়িয়ায় এইবার নদী ভাঙ্গতে দেয়া হবে না। গরীব মানুষের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই তাদের রক্ষার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে পদ্মার তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতির সার্বিক খোঁজ-খবর রাখছেন।
আজ শরীয়তপুরের মুলফৎগঞ্জ এলাকায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ কাজের মধ্যেও এই কাজটিকে সর্বাধিক তদারকির মাধ্যমে নড়িয়ার ভাঙ্গন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন। এ ছাড়াও সঠিক সময়ে কাজ করার জন্য ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে কাজের গতি বৃদ্ধির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় মন্ত্রী এলাকাবাসীকে সার্বিক সহযোগিতার মাধ্যমে বাঁধের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উন্নয়ন, মাহমুদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে এম ওয়াহেদ উদ্দিন,টাস্কফোর্স প্রধান, কাজী তোফায়েল, বেঙ্গল গ্রুপের ভিসি মো. জসিম উদ্দিন, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের,শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার,অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এসএস/১৫৪৫/-কেজিএ