সরকারের সহযোগিতায় দেশীয় নৌযান শিল্পখাতের ব্যাপক উন্নতি হয়েছে : শিল্পমন্ত্রী

209

ঢাকা, ৭ জুন ২০১৮ (বাসস): শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বর্তমান সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকায় দেশিয় নৌযান শিল্পখাতের ব্যাপক অগ্রগতি ও উন্নতি হয়েছে।
তিনি বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে সরকারের সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে।
শিল্পমন্ত্রী বুধবার রাজধানীর সদরঘাটে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত যাত্রীবাহী নৌযান এম.ভি অ্যাডভেঞ্চার-৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন।
নিজাম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক মোঃ নিজাম উদ্দিন সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম এ সময় উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ক্রমান্বয়ে তৈরি পোশাক শিল্পখাত থেকে জাহাজ নির্মাণ শিল্পের দিকে উত্তরণ ঘটতে যাচ্ছে বলে জানান শিল্পমন্ত্রী । তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকারী বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পেও দ্রুত সক্ষমতা অর্জন করছে। আমাদের নির্মিত জাহাজ এখন ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস্, ফিনল্যান্ডসহ ইউরোপের উল্লেখযোগ্য দেশগুলোতে রপ্তানি হচ্ছে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী আসন্ন ঈদে নৌপথে নিরাপদ যাত্রী পরিবহন সেবা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকার গৃহিত কঠোর পদক্ষেপের ফলে গত তিনবছর ঈদ যাত্রায় নৌপথে কোনো দূর্ঘটনা ঘটেনি। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এবারও যাতে নৌপথে কোনো ধরনের অনাকাঙ্খিত দূর্ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নৌযান মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলতে বাধ্য করার তাগিদ দেন তিনি।
উল্লেখ্য, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির যাত্রীবাহী নৌযান এম.ভি অ্যাডভেঞ্চার-৯ নির্মাণ করা হয়েছে।