তেলআবিবের উত্তরাঞ্চলে রকেট হামলায় ৫ ইসরাইলি আহত

221

মিশমেরেত (ইসরাইল), ২৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ইসরাইলের তেলআবিব শহরের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় সোমবার রকেট হামলা চালানো হয়েছে। এতে একটি বাড়িতে আগুন ধরে যায় ও পাঁচ জন আহত হয়।
পুলিশ ও চিকিৎসা কর্মীরা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছিল।
পুলিশ জানায়, বাড়িটি মিশমেরেত এলাকায় অবস্থিত।
চিকিৎসা কর্মীরা জানায়, তারা এই ঘটনায় আহত ৫ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে ৪ জন সামান্য আহত হয়েছে।