বাসস ক্রীড়া-২ : আইসল্যান্ডের বিপক্ষে খেলছেন না ফ্রেঞ্চ উইঙ্গার কোম্যান

148

বাসস ক্রীড়া-২
ফুটবল-ইনজুরি
আইসল্যান্ডের বিপক্ষে খেলছেন না ফ্রেঞ্চ উইঙ্গার কোম্যান
প্যারিস, ২৫ মার্চ ২০১৯ (বাসস) : পিঠের ব্যাথার কারনে আইসল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে খেলতে পারছেন না ফ্রেঞ্চ উইঙ্গার কিংসলে কোম্যান। ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশ্যম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্তাদে দি ফ্রান্সে গ্রুপ-ই’র ম্যাচের জন্য ফিট না থাকায় বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার জাতীয় দল ছেড়ে ক্লাবে ফিরে এসেছেন। মলডোভার বিপক্ষে শনিবার ইউরো বাছাইপর্বে প্রথম ম্যাচে কোম্যানের খেলার কথা থাকলেও অনুশীলনে সমস্যা দেখা দেয়ায় দলের বাইরে ছিলেন। এক সংবাদ সম্মেলনে দেশ্যম জানিয়েছেন কোম্যানের বদলী কোন খেলোয়াড়কে নতুন করে এই মুহূর্তে দলে ডাকা হবে না। মলডোভার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচটিতে কোম্যানের পজিশনে খেলেছেন ব্লেইস মাতৌদি। ইতোমধ্যেই থাইয়ের ইনজুরি কারনে বিশ^ চ্যাম্পিয়ন দলটি থেকে ছিটকে গেছেন লেফট-ব্যাক লুকাস ডিগনে। তিনি এভারটনে ফিরে গেছেন।
২২ বছর বয়সী কোম্যানের ক্যারিয়ার নিয়মিত ইনজুরির কারণে প্রায়ই বাঁধাগ্রস্থ হয়েছে। বুন্দেসলিগার এবারের মৌসুমের প্রথম সপ্তাহেই গোঁড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় বায়ার্নের হয়ে তিনমাস মাঠে নামতে পারেননি কোম্যান।
বাসস/নীহা/১২৩৫/এএমটি