বাসস বিদেশ-৩ : চীন সফর সংক্ষিপ্ত করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

154

বাসস বিদেশ-৩
নিউজিল্যান্ড-চীন
চীন সফর সংক্ষিপ্ত করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
ওয়েলিংটন, ২৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার বলেছেন, তিনি আগামী সপ্তাহে চীনে তার দীর্ঘ প্রতীক্ষিত সফর শুরু করবেন। তবে ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের কারণে এ সফর তিনি সংক্ষিপ্ত করবেন। খবর এএফপি’র।
আরডার্ন বলেন, তিনি আগামী রোববার বেইজিং সফরে যাবেন। সেখানে সোমবার তিনি নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যক অংশীদার দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির আরো অনেক নেতার সঙ্গে পুরো দিন বৈঠক করবেন। পরের দিন তিনি দেশে ফিরবেন।
তিনি বলেন, ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গত ১৫ মার্চের বন্দুক হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ডে শোক জানানো অব্যাহত থাকায় তিনি বেশি সময় ধরে দেশের বাইরে থাকতে চান না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে চীনে তার লম্বা সফর করার ইচ্ছা থাকলেও নিউজিল্যান্ডের বর্তমান পরিস্থিতির কারণে বেশি সময় ধরে দেশের বাইরে থাকার এটা উপযুক্ত সময় নয় বলে আমি মনে করছি।’
উল্লেখ্য, ২০১৭ সালে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি হবে আরডার্নের প্রথম চীন সফর।
বাসস/এমএজেড/১৩০০/জুনা