বাসস ক্রীড়া-১২ : কোপা আমেরিকার জন্য তিতের বিবেচনায় ভিনিসিয়াস

157

বাসস ক্রীড়া-১২
ফুটবল-ব্রাজিল-তিতে-কোপা
কোপা আমেরিকার জন্য তিতের বিবেচনায় ভিনিসিয়াস
রিও ডি জেনিরো, ২৪ মার্চ ২০১৯ (বাসস/এএফপি) : কোপা আমেরিকায় ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়রকে যুক্ত করার চিন্তা করছেন কোচ তিতে। তার মতে রিয়াল মাদ্রিদের এই টিনএজারের ব্যক্তিগত নৈপুণ্য থেকে ব্রাজিল বঞ্চিত হয়েছে।
গতকাল শনিবার পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারেননি ১৮ বছর বয়সি এই তারকা। পায়ের গোঁড়ালীর ইনজুরির কারণে তাকে সাইডলাইনেই থাকতে হয়েছে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে।
ইনজুরির কারণে হয়তো আগামী মে মাসের আগে মাঠে ফিরতে পারবেন না এই ফরোয়ার্ড। তবে কোপা আমেরকা শুরুর বাকী আর দেড় মাস। তিতে বলেন, ব্রাজিল এখনো ভিনিসিয়াসকে ব্যবহার করতে পারে। ব্রাজিল জাতীয় দলে এখনো তার অভিষেক হয়নি। তবে যুব পর্যায়ে দেশের হয়ে ইতোমধ্যে খেলা শুরু করেছেন।
ব্রাজিলীয় কোচ বলেন, ‘ভিনিসিয়াসের দক্ষতার সুযোগ এখনো কাজে লাগানো হয়নি। আমাদের ফুটবল ধারণা থেকে এইটুকুই বলা যায়, সে এমন একজন খেলোয়াড় যে প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যে এককভাবে ড্রিবল ও ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষের রক্ষনব্যুহকে ভেঙ্গে দিতে পারে। তার খেলার ধরনটিই এমন।’
আগামী মঙ্গলবার প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আরকেটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৫৫/মোজা/স্বব