আফগানিস্তানে বন্দুক হামলায় ৪ জন নিহত

201

খোস্ত (আফগানিস্তান), ৭ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীদের হামলায় চার বেসামরিক লোক নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র একথা জানান।
সরকারের মুখপাত্র তালিব মঙ্গল বলেন, বুধবার সন্ধ্যায় মানদোজাই জেলায় লালমাই এলাকার কামাল খিল মসজিদে এই হামলা চালানো হয়। মাগরিবের নামাজ চলাকালে হামলাকারীরা মসজিদে ঢুকে মুসুল্লিদের লক্ষ্য করে হামলা চালায়।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
তিনি আরো বলেন, হামলার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।