বাসস দেশ-২৩ : ৩০ মার্চ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘লাল গোলাপ’ ক্যাম্পেইন

125

বাসস দেশ-২৩
সহিংসতা প্রতিরোধেÑলাল গোলাপ
৩০ মার্চ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘লাল গোলাপ’ ক্যাম্পেইন
ঢাকা, ২৪ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীতে আগামী ৩০ মার্চ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘লাল গোলাপ’ ক্যাম্পেইন শুরু হচ্ছে।আগামী নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের গ্রামে-গঞ্জে এই ক্যাম্পেইন চলবে।
শনিবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,এ ক্যাম্পইনের মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব,ভালোবাসা ও সাম্যকে আরো প্রগাঢ় বন্ধনে রূপ দেবার লক্ষ্যে ৩০ মার্চ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে বিকেল তিনটায় সংস্থার চত্বরে (৪, কলেজ রোড , শাহবাগ, ঢাকা)এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘লাল গোলাপ’ হচ্ছে ভালোবাসা ও শান্তির প্রতীক।যেসব নারী ও শিশু নির্যাতনে এযাবৎ প্রাণ হারিয়েছেন তাদের আত্মার প্রতি সম্মাননা প্রদান করা হবে লাল গোলাপ প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বক্তব্য ও প্রতীকী মানববন্ধন করা হবে।
এডভোকেট সিগমা হুদা ও সালমা আলি,নারী নেত্রী শাহীন আনাম ও রোকেয়া রহমানসহ দেশের নেতৃস্থানীয় প্রায় সকল নারী সংগঠন এবং নেত্রীবৃন্দ এই প্রতীকী ক্যাম্পইনে অংশগ্রহণ করবেন।
বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মীদের ব্যানার, প্ল¬্যাকার্ড ও গোলাপ নিয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাসস/সবি/এসএস/১৮১০/-জেহক