বাসস বাজেট-৪ : করমুক্ত আয়ের সাধারণ সীমা আড়াই লাখে অপরিবর্তিত

246

বাসস বাজেট-৪
বাজেট-করমুক্ত আয়সীমা
করমুক্ত আয়ের সাধারণ সীমা আড়াই লাখে অপরিবর্তিত
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের ন্যায় আড়াই লাখ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের ৩ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না। প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে এই সীমা ৪ লাখ টাকায় রাখা হয়েছে।তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের জন্য করমুক্ত সীমা আরো ৫০ হাজার বেশি হবে।
এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা চলতি বছরের ন্যায় ৪ লাখ ২৫ হাজার টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেটের করমুক্ত আয়ের সীমার ক্ষেত্রে এসব প্রস্তাব করেন।
সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ,আর পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বাসস/আরআই/১৪৩৭/আরজি