বাসস দেশ-১০ : কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

110

বাসস দেশ-১০
শাহনাজ-হাছান মাহমুদ-শোক
কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৪ মার্চ, ২০১৯ (বাসস) : কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ এক শোক বার্তায় তথ্যমন্ত্রী বলেন, দেশাত্মবোধক গানে এদেশে অপ্রতিদ্বন্দ্বী এক কণ্ঠস্বর শাহনাজ রহমতুল্লাহ। তার কণ্ঠের কালজয়ী দেশাত্মবোধক অজ¯্র গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শাহনাজ রহমতুল্লাহ শনিবার দিবাগত রাত ১টার দিকে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারিধারার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
বাসস/তবি/এসই/১৬২০/-জেজেড