বাসস দেশ-৪ : কুয়েটে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ

130

বাসস দেশ-৪
কুয়েট-স্বাধীনতা দিবস-কর্মসূচি
কুয়েটে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ
ঢাকা, ২৪ মার্চ, ২০১৯ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘২৫ মার্চ ১৯৭১’ এর গণহত্যার কালোরাত্রি স্মরণে ক্যাম্পাসে আলোর মিছিল, এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে (রুম নং ২০১) মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন।
এছাড়া, ২৬ মার্চ সূর্যোদয়ের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ৪৫ মিনিটে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ এর পাদদেশে ‘গণসংঙ্গীত’ এবং সকাল ৯টা ৩০ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
বাসস/সবি/এসই/১১৫০/-কেএআর