২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনে রাষ্ট্রপতির সম্মতি

287

সংসদ ভবন, ৭ জুন, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব এবং ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সংসদের উত্থাপনের সম্মতি দিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি তাঁর অফিসে বেলা সোয়া বারোটায় এই বাজেট উপস্থাপনের সম্মতি দান করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান সিনিয়র সচিব মো: মোশাররফ হোসেন ভুঁইয়া, অর্থনৈতিক বিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে এসে পৌঁছলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ এ এস এম ফিরোজ এবং সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি জাতীয় সংসদের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এখানে তিনি স্পিকার, ডেপুটি স্পিকার এবং একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।