ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের আরেক আত্মীয় মারা গেছেন

202

ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড), ২৩ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত এক ব্যক্তির মা গতরাতে মারা গেছেন। তিনি ওই হামলার পর নিউজিল্যান্ড এসেছিলেন।
শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
এ সপ্তাহে ওই হামলায় নিহতদের আরো একজন আত্মীয় মারা যান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় নগরী অকল্যান্ডের ইমাম হাফিজ জুনাইদ বলেন, একজন নিহতের শোকার্ত মা মারা গেছেন। হামলার পর তিনি তিনি জর্দান থেকে এসেছিলেন।
জুনাইদ বলেন, ওই নারী তার ছেলের মৃত্যুতে গভীর শোক পেয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘গতরাতে তিনি ঘুমাতে যান। তিনি ঘুম থেকে আর জাগেননি। তিনি মারা গেছেন।’
ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে পুলিশের এক মুখপাত্র জানান, ওই হামলায় ৫০ জন নিহত হয়েছে।
হামলাকারী ব্রেনটন ট্যারেন্টের (২৮) বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।