বাসস ক্রীড়া-১৬ : বিকেএসপির কাছে ২ রানে হারলো ব্রাদার্স

263

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
বিকেএসপির কাছে ২ রানে হারলো ব্রাদার্স
ঢাকা, ২৩ মার্চ ২০১৯ (বাসস) : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাছে মাত্র ২ রানে হারলো ব্রাদার্স ইউনিয়ন। তাই ৫ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রইল বিকেএসপি। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ব্রাদার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বিকেএসপি। উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শামিম হোসেন-অধিনায়ক আকবর আলী-পারভেজ হোসেন ইমনের হাফ-সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বিকেএসপি। শামিম ৭১, ইমন ৬৯ ও আকবর ৫৬ রান করেন। ব্রাদার্সের মোহাম্মদ শরীফ ৩ উইকেট নেন।
২৬৮ রানের লক্ষ্যে ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও ভারতের চিরাগ জানির ব্যাটিং নৈপুণ্যে জয়ের পথে টিকে থাকে ব্রাদার্স। এছাড়া মিডল-অর্ডারে দলের জয়ের পথ পরিস্কার করতে চেষ্টা করেন শরিফুল্লাহ ও ইয়াসির আলি।
জানি ৯৬, জুনায়েদ ৫২ ও ইয়াসির ৩৮ রানে থামলেও ব্রাদার্সের শেষ ভরসা হিসেবে ক্রিজে টিকে থাকেন শরিফুল্লাহ। লোয়ার-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে লড়াই করতে থাকেন শরিফুল্লাহ। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার পড়ে ব্রাদার্সের। বিকেএসপি’র পেসার সুমন খানের ঐ ওভার থেকে ৯ রানের বেশি নিতে পারেননি শরিফুল্লাহ। ৯ উইকেটে ২৬৫ রান তুলে ম্যাচ হারে ব্রাদার্স। ম্যাচ সেরা হয়েছেন বিকেএসপির শামীম।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/মোজা/স্বব