বাসস ক্রীড়া-১৫ : সাব্বিরের ৯৯ রানে শাইনপুকুরের প্রথম জয়

264

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
সাব্বিরের ৯৯ রানে শাইনপুকুরের প্রথম জয়
ঢাকা, ২৩ মার্চ ২০১৯ (বাসস) : ওপেনার সাব্বির হোসেনের ৯৯ রানের কল্যাণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ নিলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ পঞ্চম রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে উত্তরা স্পোটিং ক্লাবকে। ৫ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে দশম স্থানে শাইনপুকুর। সমানসংখ্যক ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে উত্তরা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শাইনপুকুর। বল হাতে নিয়েই উত্তরা ব্যাটসম্যানদের বিপদে ফেলে দেন শাইনপুকুরের বোলাররা। তাই ৪৪ দশমিক ৪ ওভারেই মাত্র ১৪৫ রানে গুটিয়ে যায় উত্তরা। দলের পক্ষে ৫১ রান করে অপরাজিত থাকেন মিনহাজুল আবেদিন। এছাড়া ওপেনার তানজিদ হাসান ২৫ ও অধিনায়ক মোহিমিনুল খান ২১ রান করেন। শাইনপুকুরের মিডিয়াম পেসার সাব্বির ২৭ রানে ৩ উইকেট নেন।
বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পর ব্যাট হাতেও জ্বলে উঠেন সাব্বির। ওপেনার হিসেবে নেমে চার-ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। ৭টি করে চার-ছক্কা মারেন এই ডান-হাতি ২২ বছর বয়সী ব্যাটসম্যান। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থামতে হয় তাকে। ৭২ বলে ৯৯ রান করেন তিনি। দলের জয়ের টার্গেট ১৪৬ রান। এরমধ্যে ৯৯ রানই ছিলো সাব্বিরের। জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হন সাব্বির। তবে অমিত হাসান অপরাজিত ৬ রান করে শাইনপুকুরের প্রথম জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হয়েছেন সাব্বির।
বাসস/এএসজি/এএমটি/১৯২০/মোজা/স্বব