অর্থমন্ত্রীর বাজেট পেশ শুরু

255

ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ শুরু করেছেন।
অর্থমন্ত্রী আজ বেলা ১২টা ৫২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতা শুরু করেন।
এটি দেশের ৪৭তম বাজেট। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের ১৯তম এবং অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আবদুল মুহিতের ১২তম বাজেট।
মুহিত দেশের প্রথম অর্থমন্ত্রী, যিনি ২০০৯ সাল থেকে একনাগাড়ে ১০টি বাজেট পেশ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
এছাড়া মন্ত্রিসভায় নির্দিষ্টকরণ বিল, ২০১৮ (সম্পুরক) ও নির্দিষ্টকরণ বিল, ২০১৮ অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীগণ সভায় অংশ নেন।
এছাড়া রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সম্মতি প্রদান করেন। সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিস কক্ষে তিনি এ সম্মতি প্রদান করেন।
বাজেটের তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল অর্থ বিভাগের ওয়েবসাইট mof.gov.bd -তে পাওয়া যাবে।