বাসস দেশ-২৫ : বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলামের ইন্তেকাল

135

বাসস দেশ-২৫
শোক-সংবাদ
বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলামের ইন্তেকাল
ঢাক, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত (রাষ্ট্রপতির পুরস্কার) মো. রফিকুল ইসলাম (বাদল মন্ডল) বার্ধক্যজনিত কারণে আজ শনিবার সকাল ১০টায় ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না . . . রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিশিষ্ট এ সমাজ সেবক ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বাদল মন্ডলের লাশ শনিবার বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম (বাদল মন্ডল) বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিনিয়র রিপোর্টার জিয়াউর রহমান মধুর বড় চাচা।
উল্লেখ্য, রফিকুল ইসলাম (বাদল মন্ডল) ১৯৭৪ সালে দেশের সেরা আখ চাষী হিসেবে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার (রাষ্ট্রপতির পুরস্কার) লাভ করেন।
বাসস /বিকেডি-জেডআরএম/১৮১৫/-কেজিএ