বাসস দেশ-২২ : বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লানটেশন পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আগামী কাল

143

বাসস দেশ-২২
বিএসএমএমইউ-টাটা-স্বাক্ষর
বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্লানটেশন পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আগামী কাল
ঢাকা, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রক্তরোগসহ ব্লাডক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ‘বোনম্যারো ট্রান্সপ্লানটেশন’ পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে আগামীকাল রোববার ভারতের টাটা মেমোরিয়াল সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
আজ বিএসএমএমইউ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, বিএসএমএমইউ-এর বি-ব্লকের ডা. মিল্টন হলে আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টায় এই সমঝোতা স্বাক্ষরিত হবে।
অনুষ্ঠানে উপাচার্য ড. কনক কান্তি বড়ুয়া ছাড়াও বিএসএমএমইউ’র পক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান এবং টাটা মেমোরিয়াল সেন্টারের পরিচালক (একাডেমিকস) অধ্যাপক এস. বনভালি, প্যাথলজি বিভাগের অধ্যাপক সুমীত গুজরাল উপস্থিত থাকবেন।
বাসস/সবি/এসই/১৮০০/-এমকে