বাসস দেশ-১৩ : গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান, লোকসভা নির্বাচনে নয়াদিল্লী থেকে লড়তে পারেন

106

বাসস দেশ-১৩
ভারত-বিজেপি-গম্ভীর
গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান, লোকসভা নির্বাচনে নয়াদিল্লী থেকে লড়তে পারেন
নয়াদিল্লী, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর বিজেপিতে যোগদান করেছেন। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে নয়াদিল্লী থেকে লড়তে পারেন তিনি। গতকাল রাতে এনডিটিভি একথা জানায়।
শুক্রবার দিল্লীতে মন্ত্রী অরুণ জেটলি সংবাদ সম্মেলনে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সাবেক এই ক্রিকেটারকে।
৩৭ বছর বয়সী গম্ভীরের বাড়ি দিল্লীর রাজেন্দ্র নগরে। ধারণা করা হচ্ছে, তিনি ওই আসন থেকেই প্রার্থী হবেন। ওখানে বর্তমান সাংসদ মীনাক্ষি লেখির পরিবর্তে গম্ভীরকে প্রার্থী করার সম্ভবনা রয়েছে।
কিন্তু অরুণ জেটলি এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে জানালেন, এসব বিষয়ে ঠিক করবেন দলের নির্বাচনী কমিটি।
গৌতম গম্ভীর সম্প্রতি পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। গম্ভীর এর আগেও ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে অরুণ জেটলির হয়ে প্রচারে নেমেছিলেন। যদিও সেবার ফল অরুণ জেটলির পক্ষে সুখকর হয়নি। নির্বাচনে অরুণ জেটলিকে জেতাতে পারেননি তিনি। বর্তমানে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী কংগ্রেসের অমরেন্দ্র সিংয়ের কাছে হেরেছিলেন অরুণ জেটলি।
২০০৩-এর এপ্রিলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে অভিষেক হয় গম্ভীরের। দেশের হয়ে খেলেছেন ১৪৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। গম্ভীরের টেস্ট কেরিয়ারে ৫৮টি টেস্টে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২২টি অর্ধশত রান।
বাসস/এআইএম/অনুবাদ-কেজিএ/১৭০০/-আরজি