বাসস দেশ-৬ : গৃহবধূ ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন বাতিল

130

বাসস দেশ-৬
হাইকোর্ট-আদেশ
গৃহবধূ ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন বাতিল
ঢাকা, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : পনায়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি মো. রুহুল আমিনকে দেয়া এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয় বলে বাসসকে জানায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান।
তিনি জানান, এর আগে গত ১৮ মার্চ এ হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। এছাড়া রুল জারি করেছিল আদালত। এ আসামি তথ্য গোপন করে (সাপরেশন অব ফেক্ট) জামিন আবেদন করে। আজ আদালত ইতোপূর্বে এ আসামিকে দেয়া জামিন আদেশ রি-কল (বাতিল) করার আদেশ দেয়। পরবর্তী আদেশের জন্য ২৫ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।
গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে ধর্ষণ করা হয়।
চাঞ্চল্যকর ওই ঘটনায় আনা মামলায় এ পর্যন্ত রুহুল আমিনসহ ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কয়েকজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
বাসস/ডিএ/১৫০০/-জেজেড