বাসস বিদেশ-৩ : অস্ট্রেলিয়ায় দুই দফা সাইক্লোনের আঘাত

215

বাসস বিদেশ-৩
অস্ট্রেলিয়া-আবহাওয়া
অস্ট্রেলিয়ায় দুই দফা সাইক্লোনের আঘাত
সিডনি, ২৩ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উত্তর উপকূলে শনিবার একটি ‘অত্যন্ত প্রলয়ঙ্করী’ ৪ ক্যাটাগরির ঝড় আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলের দিকে আরো একটি একই ধরনের শক্তিশালী ঝড় ধেয়ে আসছে।
জাতীয় সম্প্রচারকেন্দ্র এবিসি জানায়, সাইক্লোন ট্রেভোর ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে পোর্ট ম্যাকআর্থারের কারপেন্টারিয়া উপসাগরের কাছে ঘন জনবসতিপূর্ণ নর্দান টেরিটোরি উপকূলে আঘাত হেনেছে। এর ফলে সমুদ্র উত্তাল হয়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পুলিশ এবিসিকে জানায়, সেনা ও পুলিশ সদস্যরা ইতোমধ্যেই ট্রেভোরের পথে থাকা জনপদগুলোর অধিকাংশ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে। যদিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনো বেশকিছু মানুষ রয়ে গেছে।
এদিকে অপর একটি ক্যাটাগরি ৪ সাইক্লোন ভেরোনিকা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যের জনবহুল পিলবারা খনি অঞ্চলের ওপর আরো বেশি শক্তি নিয়ে আঘাত হানতে যাচ্ছে।
শনিবার রাতে বা রোববার ভোরে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া বিভাগের মুখপাত্র জনাথন হোয়ে বলেন, ভেরোনিকা পোর্ট হেডল্যান্ডে খনি কেন্দ্রের কাছে উপকূলীয় অঞ্চলের দিকে ধীরে ধীরে নেমে আসছে।
বাসস/ কেএআর/১১২০/জুনা