আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ওয়াল্টার্স

281

লন্ডন, ২৩ মার্চ, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন আয়ারল্যান্ড ও বার্নালির স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স।
৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার পেশীর ইনজুরির কারনে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন। বর্তমানে তিনি চ্যাম্পিয়নশীপ ক্লাব ইপসউইচ টাউনে ধারে খেলছেন। টুইটার বার্তায় তিনি প্রকাশ করেছেন ইনজুরির কারনেই এই অবসরের সিদ্ধান্ত। সেখানে তিনি লিখেছেন, ‘সময়টা ভাল নয়, ইনজুরির কারনে আমাকে শেষ বলতে হচ্ছে। ফুটবল থেকে এখন আমি অবসরে যাচ্ছি, তবে পুরো সময়টা দুর্দান্ত ছিল।’
২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ওয়াল্টার্স ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এাড়া স্টোক সিটি ও বার্নালির হয়ে ২৩৩টি প্রিমিয়ার লিগ ম্যাচে ৪৩ গোল করেছেন। ক্লারেটস ফরোয়ার্ড পিটার ক্রাউচ বলেছেন ক্যারিয়ারে সবচেয়ে সেরা জুটি হিসেবে তিনি ওয়াল্টার্সের সাথে খেলেছেন। আয়ারল্যান্ড জাতীয় দলের সতীর্থ সিমাস কোলম্যান বলেছেন ওয়াল্টার্স দারুন একজন অনুপ্রেরনাদায়ক খেলোয়াড়।